এখন ভোট
দেশে এখন
0

অর্থনীতিকে বাঁচাতে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন : সিইসি

Shahinur Sarkar
ঢাকা

হরতাল-অবরোধসহ রাজনৈতিক কর্মসূচিতে টালমাটাল দেশের অর্থনীতি। দেশের পোশাক খাতসহ ব্যবসা-বাণিজ্যে নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। এবার প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যেই উঠে এলো নির্বাচনের সঙ্গে অর্থনীতির প্রসঙ্গ।

সোমবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় এক প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্যরা। প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশীদের থাবা দুর্ভাগ্যজনক। তাই দেশের জনগণ, অর্থনীতি ও পোশাক খাতকে বাঁচাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে।

তিনি আরো বলেন, অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বিতর্কে নির্বাচন নিয়ে সংকটের মুখে দেশ। গণতন্ত্রণকে রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন সিইসি।

এসময় নির্বাচনের আচরণবিধি ভঙ্গের বিষয়টি কঠোরভাবে তদারকির নির্দেশ দিয়ে সিইসি বলেন, কেন্দ্রে যেসব প্রার্থীর পোলিং এজেন্ট থাকবে না, তাদের অভিযোগ খুব বেশি আমলে নেয়ার সুযোগ নেই।

টানা ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিন সোমবার অংশ নিয়েছেন অনুসন্ধান কমিটির ১০৫ জন সদস্য। ভোটের অনিয়ম বন্ধে গঠিত এই কমিটিতে যুক্ত আছেন যুগ্ম জেলা জজ ও সিনিয়র সহকারি জেলা জজ।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর