বাজার

নওগাঁয় ফের বাড়ছে চালের দাম

প্রশাসনের অব্যাহত অভিযান আর হুঁশিয়ারির পর নওগাঁয় ধানের দাম কিছুটা কমে গেলেও ফের বাড়তে শুরু করেছে।

বর্তমানে নওগাঁর বাজারে স্বর্ণা জাতের ধান প্রতি মণে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১২২০ টাকায়, ব্রি-আর ৪৯ ধান ৭০ থেকে ৮০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১২৭০ থেকে ১২৮০ টাকায়। যদিও সুগন্ধি আতপ জাতের ধান কিছুটা কমে বিক্রি হচ্ছে।

এদিকে চলতি বছর ধানের দামের সাথে পাল্লা দিয়ে চালের বাজারও বাড়তে থাকে। গত ১৫ দিনে কেজিতে দাম বাড়ে ৪ থেকে ৫ টাকা। এরপর জেলা প্রশাসনের অব্যাহত অভিযানে খুচরা বাজারে কেজিতে ১ থেকে ২ টাকা চালের দাম কমেছে। যদিও খুচরা বাজারে সেই প্রভাব নেই। নতুন করে দাম না বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে। বর্তমানে জিরাশাইল ও কাটারিভোগ ৬০-৬৫ টাকা ও ব্রি-২৮ ও ৪৯ জাতের চাল ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে তিনদিন আগে খুচরা বাজারে বেঁধে দেয়া হয় স্বর্ণা-৫ জাতের চালের দাম। এরপর থেকেই বাজারে মিলছে না চাল। ব্যবসায়ীরা বলছেন মোটা চাল কিনতে খরচ হচ্ছে কেজিতে ৪৭ থেকে ৪৮ টাকা। সেখানে জেলা প্রশাসনের বেঁধে দেয়া ৪৬ টাকা কেজিতে বিক্রি করা সম্ভব নয়।  

ব্যবসায়ীরা বলেন, 'মোটা চাল বাজারে আমদানি কম, বাজারে ক্রেতাও নাই। চালের যে রেট দিসে সেরকম চাল আমরা মিলাতেও পারছি না। বর্তমানে বাজার স্থবির হয়ে আছে। আগে মোকামে চাল বেশি দামে গেছে। তখন কিছু অসাধু ব্যবসায়ী চাল বিক্রি করেছে কিন্তু এখন পারছে না। ধান চালের সামঞ্জস্য করতে গেলে আমাদের ১০০ থেকে ১৫০ টাকা লোকসান হচ্ছে।'

বাজারে মোটা চাল না থাকায় বাধ্য হয়ে চিকন চাল কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। চালের বাজার নিয়ন্ত্রণে আমদানির বিকল্প নেই।

বাজারে আসা এক ক্রেতা বলেন, 'চাল আমদানি হলেই তো একটু দাম কমে। চালের যা পরিস্থিতি এতে সাধারণ মানুষের খুব কষ্ট।'

যদিও অবৈধভাবে চাল মজুত করা হলে মজুতের সমপরিমাণ জরিমানা করার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী। রাজশাহী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, 'জরিমানা যদি করতেই হয় তাহলে মজুতের সমুদয় টাকা জরিমানা করতে হবে। যাতে সে আর ব্যবসা করতে না পারে। আর না হলে মামলা দিয়ে তাকে জেল খাটাতে হবে। এটা বাংলাদেশ সরকারের নির্দেশ।

গত কয়েকদিনের অভিযানে নওগাঁয় ৩৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। 

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর