যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ঘটনা অত্যন্ত বিরল। বুধবারের (২৭ নভেম্বর) এই চুক্তিটিকে সামনে এগিয়ে যাবার জন্য বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প প্রশাসনের নবনির্বাচিত চিফ অফ স্টাফ সুজি উইলস।
এর আওতায় দু'পক্ষ সরকারের বর্তমান প্রকল্প ও সরকার পরিচালনার বিভিন্ন তথ্য বিনিময় করবে। তবে এই চুক্তিতে এড়িয়ে যাওয়া হয়েছে নৈতিকতার প্রসঙ্গটি। এতে করে ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্যক্তিদের ব্যাকগ্রাউন্ড চেক করতে পারবে না গোয়েন্দা সংস্থাগুলো।
এছাড়াও নতুন প্রশাসনের পেছনে কেউ ডোনেশন দিচ্ছে কি না, সেটিও তদন্ত করতে পারবে না জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন।