যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

সংঘাতের শততম দিনে হামলায় নিহত ১৩৫

হামাস-ইসরাইল সংঘাতের ১০০তম দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল বাহিনী। এই একদিনে বিমান হামলায় মারা গেছে ১৩৫ জন, আহত ৩শ'র বেশি ফিলিস্তিনি।

হামাস-ইসরাইল সংঘাতের ১০০তম দিনেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল বাহিনী। এই একদিনে বিমান হামলায় মারা গেছে ১৩৫ জন, আহত ৩শ'র বেশি ফিলিস্তিনি।

গাজা উপত্যকার রাফাহ ও খান ইউনিস শহরে রাতভর কয়েক ডজন বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। রাফাহ শহরের একটি বাড়িতে হামলায় এক শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। অনবরত বোমা হামলায় গাজায় টেলিযোগাযোগ ভেঙে পড়েছে। ১০০তম দিনে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, বিজয় না আসা পর্যন্ত আন্তর্জাতিক আদালতও যুদ্ধ বন্ধ করতে পারবে না।

এদিকে, ফিলিস্তিনিদের পক্ষে নিউইয়র্ক শহরে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। তাদের দাবি ইসরাইলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা দেয়া বন্ধ করতে হবে। অবিলম্বে যুদ্ধবিরতি দিয়ে ফিলিস্তিনিদের মুক্ত করার আহ্‌বান জানায় আন্দোলনকারীরা।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর