দেশে এখন

যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, অল্পের জন্য রক্ষা

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ১৬ মে) সন্ধ্যায় সোয়া ৭টার দিকে শ্রীপুর রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনা ঘটার পর তাৎক্ষনিকভাবে ট্রেনের চালকসহ অন্যান্যদের সহযোগিতায় আগুন নির্বাপন হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পুরো ট্রেন ও ট্রেনে থাকা যাত্রীরা। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর স্টেশনে যাত্রা বিরতি করে। এ সময় দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষনিকভাবে ট্রেনের ইঞ্জিন চালকসহ অন্যান্যরা এগিয়ে এসে ইঞ্জিনে লাগা আগুন ৭টা ২০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রেনের ইঞ্জিনের তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। পরবর্তীতে ট্রেনটি যাত্রী নিয়ে জামালপুরের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ত্যাগ করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান, ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রওনা হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই আগুন নির্বাপন করে ফেলে রেল কর্তৃপক্ষ।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান জানান, ট্রেনের চাকার ঘর্ষণের ফলে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লেগে যায়। তবে তাৎক্ষনিক ওই আগুন নির্বাপন হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে ট্রেনটি জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর