২০২১ সালের ৬ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গা বিস্মিত করেছে সবাইকে। নির্বাচনের ফলাফল উল্টে দিতে কংগ্রেস ভবনে তুলকালাম ঘটনা ঘটায় ট্রাম্প সমর্থকরা।
পালিয়ে যেতে বাধ্য করা হয় আইনপ্রণেতাদের। কংগ্রেস ভবনে ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দেয়।
তিন বছর পরও এই ঘটনা দুই ভাগে বিভক্ত করে রেখেছে যুক্তরাষ্ট্রের জনগণকে। দেশটির ২শ' বছরের ইতিহাসে এ ঘটনা নজিরবিহীন। ট্রাম্প সমর্থকদের মতে ক্যাপিটল হিল দাঙ্গার সব অভিযোগ রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে বাইডেনের সমর্থকরা বলছেন গণতন্ত্র রক্ষায় বাইডেনের বিকল্প নেই।
ট্রাম্প সমর্থকরা বলেন, 'রিপাবলিকানরা ট্রাম্পকে ভোটের বন্যায় ভাসিয়ে দেবে। নির্বাচনী রেস থেকে ট্রাম্পকে বাদ দিতে ডেমোক্রেটরা ভয়ে রাজনৈতিক উদ্দেশে মিথ্যা মামলা দিচ্ছে। ট্রাম্পকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার কোন কারণ নেই। তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকলেও কোনটিতেই তিনি দোষী প্রমাণিত হননি।'
বাইডেন সর্মথকরা বলেন, 'অবকাঠামো, স্বাস্থ্যসেবা, চিকিৎসা খরচ কমানো নিয়ে বাইডেন যা করেছেন তা প্রশংসার দাবি রাখে। ডেমোক্রেটদের জন্য বাইডেনের কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে অবশ্যই জো বাইডেনকে সমর্থন করতে চাই। আমাদের গণতন্ত্র রক্ষায় তিনি সত্যিকার অর্থে কাজ করেছেন।'
সম্প্রতি কলোরাডো ও মেইন এই দুই অঙ্গরাজ্যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করে। ক্যাপিটল হিলে দাঙ্গার পেছনে ট্রাম্পের উস্কানি দেয়ার অভিযোগ আনা হয়।
দাঙ্গার ঘটনায় ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়েছে প্রায় তেরশ' মানুষকে। এদের মধ্যে সাতশ'র বেশি আসামি বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত। ৪৫০ জনকে দেয়া হয়েছে কারাদণ্ড।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল দাঙ্গার ৩ বছর পূর্ণ হল আজ
কলোরাডো আদালতের রায়ের বিরুদ্ধে ট্রাম্পের করা আপিলের শুনানি করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচনী আপিলের মৌখিক যুক্তিতর্ক শুনবেন বিচারকরা। এরপরই নিশ্চিত হবে ট্রাম্পের প্রেসিডেন্ট পদের মনোনয়ন লড়াই। রক্ষণশীল-সংখ্যাগরিষ্ঠ মার্কিন সুপ্রিম কোর্টের তিনজন বিচারপতি ট্রাম্পের আমলে নিয়োগ পাওয়া।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রজুড়ে বিশৃঙ্খলতা দেখা দিয়েছে। সারা বিশ্বে হাসির পাত্র হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিনীদের পরিবার, প্রতিবেশী এবং সব সম্প্রদায় ভালো ছিল। যুক্তরাষ্ট্র শক্তিশালী, নিরাপদ ও আত্মবিশ্বাসী ছিল।'
এদিকে, বছরের প্রথম নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে আক্রমণ করে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যাপিটল দাঙ্গার ৩ বছর পূর্তিতে প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করে তার শাস্তি দাবি করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'ট্রাম্প শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। তার চিন্তায় দেশ ও জনগণের ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনা নেই। নিজেকে ক্ষমতায় বসাতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে বলি দিতে পিছু পা হবে না। আমাদের সরকার জনগণকে একসাথে নিয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে কাজ করবে।'
এদিকে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিনীর বিশ্বাস, ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে। সম্প্রতি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জরিপে দেখা যায় ৩৬ শতাংশ উত্তরদাতা বাইডেনের বিজয় নিয়ে সন্দিহান। যদিও সামগ্রিকভাবে ৫৬ ভাগ মার্কিনির বিশ্বাস ট্রাম্প দোষী। বিশ্লেষকরা বলছেন ক্যাপিটল হিলের ঘটনা আগামী নির্বাচনে ভোটারদের উপর প্রভাব ফেলবে।
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছে হেরে যাওয়ার পর ভোট জালিয়াতির অভিযোগ তোলেন তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। ক্ষমতা হস্তান্তরের দিন মার্কিন কংগ্রেস ভবনে সশস্ত্র হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা। যা বিশ্ব রাজনীতিতে কালো অধ্যায় হয়ে আছে।