শুক্রবার (২১ জুন) দিবাগত রাত ১টায় উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করতে গিয়ে খিঁচুনি উঠে তার মৃত্যু হয়।
মৃত ইফতেখার আহম্মেদ আবিদ (২০) টাংগাইলের কালিহাতি উপজেলার গান্ধিনা এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে এবং বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
মৃত নাহিদের বন্ধু নাফিজ হাসান আবিদ বলেন, ঈদুল আজহার ছুটি উপলক্ষে টাংগাইলের কালিহাতি থেকে ১২ জন বন্ধু বান্দরবানের আলীকদম উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করেন। সব কিছু ভালোই ছিল। হঠাৎ রাত সাড়ে ১২টায় তাদের মধ্যে ইফতেখার আহম্মেদ আবিদের খিঁচুনি উঠে। সবাই মিলে রাত ১টার দিকে পার্শ্ববর্তী লামা হাসপাতালে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানার ওসি শামীম শেখ সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এছাড়া মৃতের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জুনাইয়েদ বলেন, গত রাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।