পাবনায় নৌকাবাইচের আড়ালে ‘জুয়ার আসর ও অশ্লীল নৃত্য’

নৌকা বাইচ ও জুয়ার আসর
নৌকা বাইচ ও জুয়ার আসর | ছবি: এখন টিভি
1

পাবনায় নৌকাবাইচ প্রতিযোগিতার আড়ালে জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগ উঠেছে। আজ (বুধবার, ১ অক্টোবর) বিকেলে সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর পদ্মা নদীর পাড়ে প্রায় ১০টি স্থানে জুয়ার আসর বসানো হয় অভিযোগ করেন স্থানীয়রা।

চর বলরামপুর এলাকার নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, ঐতিহ্যবাহী নৌকাবাইচের আড়ালে এমন জুয়া খেলা যুব সমাজকে ধ্বংস করবে। দ্রুত এই জুয়া খেলার বন্ধের দাবি করেন।

এই বিষয়ে মেলা কমিটির আয়োজক মো. খোকন প্রামাণিকের কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

আরও পড়ুন:

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম ফুয়াদ বলেন, ‘নৌকাবাইচের অনুমতি দেয়া হয়নি। সেখানে আবার জুয়া খেলা হচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবো।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, বিষয়টি আমরা শুনেছি। দ্রুত জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মফিজুল ইসলাম জানান, নৌকাবাইচের প্রতিযোগিতার কোনো অনুমতি দেয়া হয়নি। বিষয়টি আমরা দেখছি।

সেজু