স্বাস্থ্য
দেশে এখন
0

৭-৯ জুলাই ঢাকায় পিপিডির বার্ষিক সভা ও সম্মেলন

আগামী ৭-৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে প্রজননস্বাস্থ্য, জনসংখ্যা ও উন্নয়ন সংক্রান্ত আন্তঃদেশীয় সংস্থা পিপিডির বার্ষিক পর্ষদ সভা এবং জনসংখ্যা ও উন্নয়নে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা সংক্রান্ত আন্তর্জাতিক আন্তঃমন্ত্রণালয় সম্মেলন।

বার্ষিক এ উদ্যোগ সফল করতে শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিপিডি সদর দপ্তরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

প্রস্তুতিমূলক সভায় পিপিডি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষণ পিপিডি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধিতে ডিপ্লোম্যাটিক স্টাটাস প্রদান করছে। এর মধ্যে আদর্শ নেতৃত্বে প্রধানমন্ত্রী পেয়েছেন দুই বার জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার। চীন, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ ২৭ সদস্য দেশ বিশ্ব জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য সেবায় দক্ষিণ দক্ষিণ সহযোগিতা সফল করতে ন্যূনতম ২০ হাজার মার্কিন ডলার বাৎসরিক চাদা হিসেবে প্রদান করে। এছাড়াও বিভিন্ন দাতাগোষ্ঠী বিপিডিকে অর্থ সাহায্য করে প্রজনন স্বাস্থ্য সুরক্ষার উপর প্রজেক্ট পরিচালনার জন্য।

কেফা

এই সম্পর্কিত অন্যান্য খবর