বিদেশে এখন
0

গোপনে ইসরাইলকে অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরাইলকে এখন পর্যন্ত গোপনে ২৫০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সম্পর্কিত তথ্য পেন্টাগনের ওয়েবসাইটেও নেই। ওয়াশিংটন পোস্ট বলছে, গোপনে আরও ১৪শ' কোটি ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

গেল কয়েকমাসে গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্র সরব হয়েছে। রাফায় হামলার পরিকল্পনায় বাধা দেয়ায় ইসরাইলের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে। যুদ্ধবিরতির আলোচনায় ওয়াশিংটন অগ্রগতির কথা জানালেও তেল আবিব বলছে, হামাসকে নির্মূলের মাধ্যমেই আসবে যুদ্ধবিরতি। গাজায় মানবিক সংকট তীব্র হওয়ায় উপত্যকায় আকাশ ও সমুদ্রপথে ত্রাণ পাঠাচ্ছে মার্কিন প্রশাসন। এমনকি প্রথমবারের মতো জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের পক্ষে ভেটো দেয়া থেকে বিরত থাকে ওয়াশিংটন।

তবে যুক্তরাষ্ট্রের পরিবর্তনের সব নিদর্শনই লোক দেখানো। কারণ গোপনে ইসরাইলকে কোটি কোটি ডলারের অস্ত্র সহায়তা দিচ্ছে মার্কিন প্রশাসন। দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, প্রায় ২৫০ কোটি ডলারের সামরিক অস্ত্র সরবরাহের চুক্তি ইতোমধ্যেই গোপনে সই হয়ে গেছে। এর মধ্যে ২ হাজার পাউন্ডের ১৮০০টি এমকে ৮৪ বোমা, ৫০০ পাউন্ডের ৫০০টি এমকে ৮২ বোমা, ২৫টি এফ এ যুদ্ধবিমান ও ইঞ্জিন রয়েছে।

যেকোন দেশে অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসকে অবহিত ও সার্বজনীনভাবে জানানোর নিয়ম থাকলেও জনসাধারণের অগোচরেই ইসরাইলের জন্য এসব অস্ত্রের অনুমোদন দেয়া হয়েছে। এমনকি প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটেও অনুমোদন সংশ্লিষ্ট কোনো তথ্য নেই। ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, ইসরাইলকে ১৪শ’ কোটি ডলারের অতিরিক্ত সামরিক সহায়তা পাঠাতে চায় যুক্তরাষ্ট্র।

হামাসের টানেল ধ্বংসের প্রয়োজনীয়তা উল্লেখ করে এর আগে ২ হাজার পাউন্ডের বোমাগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে নেয় ইসরাইল। গত বছর জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের বোমা হামলায় প্রাণ যায় শতাধিক ফিলিস্তিনির। তবে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে জানান, আন্তর্জাতিক আইন অনুসারে অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে ইসরাইল।

মার্কিন বৈদেশিক সহায়তা আইন অনুযায়ী, মানবিক সহায়তা পরিবহন বা বিতরণে নিষেধাজ্ঞা জারি বা বাধা দানকারী দেশকে কোনো সাহায্য দেবে না যুক্তরাষ্ট্র। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়া সত্ত্বেও তেল আবিবকে সহায়তা করে আসছে ওয়াশিংটন।

প্রতিবছর ইসরাইলকে ৩৮০ কোটি ডলার সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। তবে গাজায় চলমান আগ্রাসনে ইসরাইলকে সহায়তার অর্থ কমানোর দাবি করেছে খোদ জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরা।

এই সম্পর্কিত অন্যান্য খবর