উত্তর আমেরিকা
বিদেশে এখন

শীর্ষ ৫০০ ধনীর তালিকায় ডোনাল্ড ট্রাম্প

প্রায় ৬৫০ কোটি ডলার সম্পদ নিয়ে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ৫০০ ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৯ মাসব্যাপী প্রক্রিয়ার পর সম্প্রতি একটি শেল প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হয় ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ।

ব্লুমবার্গ বিলিনিয়ার্স ইনডেক্সের তথ্য বলছে, এতে তার সম্পদ ৪০০ কোটি ডলার বেড়ে পৌঁছেছে প্রায় ৬৫০ কোটি ডলারে। নতুন প্রতিষ্ঠানটির প্রায় ৫৮ শতাংশের মালিক হলেও কমপক্ষে ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করতে পারবেন না ট্রাম্প।

এদিকে প্রতারণা মামলায় বড় জরিমানা থেকে বেঁচে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি আদালত ট্রাম্পকে ৪৬ কোটি ৪০ লাখ ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিলেও আপিল বিভাগ এ অর্থ কমিয়ে এনেছে ১৭ কোটি ৫০ লাখ ডলারে। সঙ্গে তিনি অতিরিক্ত সময় পাবেন আরও ১০দিন।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর