জুলাইয়ের ছাত্র আন্দোলন নানান ঘটনাপ্রবাহে আবর্তিত হয়ে আগস্টে রূপ নেয় সরকার পতনের একদফা দাবিতে। ছাত্র-জনতার প্রবল আক্রোশ, ক্ষোভ ও জনস্রোতে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, বিগত সরকারের দুঃশাসন এবং কর্তৃত্ববাদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে প্রবেশ করে ভাঙচুর চালান জনতা।
তারপর থেকেই ধ্বংসস্তুপে পরিণত হয়ে আছে গণভবন। দু'দিন আগে এই স্থাপনাকে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর পরিপ্রেক্ষিতে আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) সকালে গণভবন পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধি ও উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ।
গণভবন পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, ফ্যাসিবাদী সরকারের ১৬ বছরের স্মৃতি স্বরূপ নির্মিত হবে এই জাদুঘর। সেভাবে রূপান্তরে গণপূর্ত এবং স্থাপত্যবিদদের নিয়ে আগামীকালের মধ্যে একটি কমিটি করা হবে।
গণভবনকে জাদুঘর করা হলে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে? এমন প্রশ্ন করা হলে নাহিদ ইসলাম বলেন, এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।