আন্তর্জাতিক বাণিজ্য

আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দিলো ৫ দেশ

জোটের সংখ্যা বেড়ে ১০

ব্রিকস জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সৌদি আরব, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে জোটের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ এ।

গেল বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত সম্মেলনে ব্রিকস যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় ৬ দেশকে। তবে সরকার পরিবর্তন হবার পর বিকাশমান অর্থনীতির জোটটির আমন্ত্রণ প্রস্তাব প্রত্যাখ্যান করে আর্জেন্টিনা। ডানপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এর পররাষ্ট্রনীতি পশ্চিমাঘেঁষা হওয়ায় ব্রিকসে যোগ দেয়া থেকে সরে আসে তার সরকার।

২০২৩ সালের শেষে ব্রিকসের মোট অর্থনীতি ৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩৫ শতাংশে। জোটের সদস্য দেশগুলোর মধ্যে মার্কিন ডলারের পরিবর্তে জাতীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৮৫ শতাংশে।

এসএসএস
আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর