তথ্য-প্রযুক্তি , প্রযুক্তি সংবাদ
দেশে এখন
0

পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনী

পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি নিয়ে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্র প্রদর্শনী।

সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম চ্যালেঞ্জ পরিবেশবান্ধব পোশাকখাত গড়ে তোলা। ইতোমধ্যে এই খাতে এসেছে পরিবর্তন, দেশে বাড়ছে গ্রিন ফ্যাক্টরি। তারপরও যেখানে ঘাটতি রয়েছে তা পূরণে নতুন প্রযুক্তি হতে পারে সমাধান। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারিজ প্রদর্শনীতে নিয়ে আসা হয়েছে পানি ও বর্জ্য ব্যবস্থাপনার নানান যন্ত্র। একইসঙ্গে প্রদর্শিত হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ সাশ্রয়ী মেশিনারিজ।

বর্তমানে দেশে তৈরি পোশাক ও বস্ত্র খাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা দুইশ ছাড়িয়েছে। কারখানার মালিকরাও আগ্রহী হচ্ছেন এমন উদ্যোগে। ১৮তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস প্রদর্শনীতে এমন পণ্যের স্টল নিয়ে এসেছে দেশি-বিদেশি প্রতিষ্ঠান।

পোশাক কারখানার পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র নিয়ে আসা প্রতিষ্ঠানগুলো জানায়, যেহেতু পরিবেশ নিয়ে সারাবিশ্ব এখন অনেক সচেতন, তাই পরিবেশের ক্ষতি কমানোর পাশাপাশি এসব যন্ত্র ব্যবহারে সাশ্রয় হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ।

প্রদর্শনীতে তাইওয়ানের প্রযুক্তিতে তৈরি হাই ভলিউম লো স্পিড একটি ফ্যান প্রায় ১০টি সাধারণ ফ্যানের কাজ করে। যেখানে হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়। কমছে ঝুঁকিও। এছাড়া বিশাল পরিসর ঠাণ্ডা রাখার মত সক্ষমতাও আছে এই ফ্যানের।

নিরাপদ ও পরিবেশবান্ধব কর্মস্থল গড়তে এবং নতুন নতুন যন্ত্রপাতির সাথে পরিচতি হতে এসব যন্ত্রের স্টলে ভিড় করছেন সংশ্লিষ্টরা। জানালেন, বায়ারদের চাহিদা এবং উৎপাদনমুখী যন্ত্র ব্যবহারের সুফল আসবে পোশাক শিল্পে।

বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ পরিবেশবান্ধব শিল্পকারখানার মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশে। মেলায় অংশ নেয়া বিশ্বের স্বনামধন্য যন্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তা আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদী পোশাক মালিকরা।

এই সম্পর্কিত অন্যান্য খবর