দেশে এখন
0

হরতাল-অবরোধে বিপাকে সড়কপথের যাত্রীরা

ঢাকা

নভেম্বরের বেশিরভাগ দিনেই হরতাল-অবরোধ কর্মসূচি ছিলো। এতে করে সড়কপথের যাত্রীরা বিপাকে পড়েন। এ সময় বিকল্প হিসেবে রেল ও নৌপথ বেছে নিয়েছেন যাত্রীরা।

হরতাল-অবরোধের কারণে গাবতলীর বাস কাউন্টারগুলো ফাঁকা। যাত্রী না থাকায় অলস সময় কাটাচ্ছেন পরিবহন কর্মীরা। তারা বলছেন, ‘রাজনৈতিক কর্মসূচির কারণে স্বাভাবিকের চেয়ে দূরপাল্লার যাত্রী অনেক কম।’

মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালের চিত্র প্রায় একই। কিছু যাত্রী নিয়ে দূরপাল্লার দুই-একটি বাস ছাড়লেও দীর্ঘ অপেক্ষার কারণে বিপাকে পড়ছেন যাত্রীরা। তারা বলেন, ‘অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। যাত্রী কম থাকায় বাসও কম চলছে, আর এজন্য খুব কষ্ট হচ্ছে।’

এদিকে কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। দূরপাল্লার বাস না পেয়ে বিকল্প পরিবহন হিসেবে যাত্রীরা রেলপথে চলাচল করছেন। ট্রেনের এক যাত্রী বলেন, ‘বাসেই নিয়মিত যাতায়াত করি। কিন্তু হরতাল-অবরোধের কারণে ট্রেনে যেতে হচ্ছে।’

ট্রেনের নির্দিষ্ট আসনের বাইরে যাত্রীচাপ সামাল দিতে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রয়েছে। সেই টিকিটও সবাই পাচ্ছেন না।

কমলাপুর স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর চাপ বেড়েছে। এজন্য যাত্রীসেবা নির্বিঘ্ন করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে ।

এছাড়া লঞ্চ ঘাটগুলোতেও যাত্রীদের ভিড় দেখা দেছে। সময়মতো দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে প্রতিটি লঞ্চ ছেড়ে যাচ্ছে। বিআইডব্লিউটিএ বলছে, ‘লঞ্চের যাত্রী সংখ্যা বেড়েছে। যাত্রীরা নিরাপদে চলাচল করছেন।’

গত ২৮ অক্টোবর ১ দিনের হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দাবি আদায়ে পাঁচ দফায় মোট ১০দিন অবরোধ কর্মসূচি শেষে ষষ্ঠ দফার অবরোধ কর্মসূচি চলছে।

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর