প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
বছরের প্রথম প্রান্তিকে কম্পিউটার বিক্রি বেড়েছে ৩ শতাংশ
কোভিড মহামারী ও সরবরাহ চেইনের সংকট কাটিয়ে উঠছে বৈশ্বিক প্রযুক্তি খাত। এর অংশ হিসেবে চলতি বছরের প্রথম প্রান্তিকে কম্পিউটার বিক্রি ৩.২ শতাংশ বেড়ে ৫ কোটি ৭২ লাখ ইউনিট ছাড়িয়েছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নোটবুক বিক্রি ৪.২ শতাংশ বেড়ে ৪ কোটি ৫১ লাখ ইউনিট ছাড়িয়ে গেছে। তবে ডেস্কটপের বিক্রি দশমিক ৪ শতাংশ কমে ১ কোটি ২১ লাখ ইউনিটে নেমে এসেছে।

বিক্রি বাড়ার হার খুব বেশি না হলেও প্রযুক্তি খাতসংশ্লিষ্ট ও বিশ্লেষকদের তথ্যানুযায়ী, সব খাতে কম্পিউটারের চাহিদা বৃদ্ধির বিষয়টি প্রকাশ্যে এসেছে। উইন্ডোজ-১১ এর ব্যবহার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারযুক্ত কম্পিউটারের কারণে বছরের বাকি সময় গ্রাহক পর্যায়ে চাহিদা ঊর্ধ্বমুখী থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

ক্যানালিসের প্রধান বিশ্লেষক ইশান দত্ত বলেন, '২০২৪ সালের প্রথম প্রান্তিকে কম্পিউটারের বিক্রি বৃদ্ধি বছরের বাকি সময়ের জন্য ইতিবাচক বাজার ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে।'

প্রতিবেদনে বলা হয়, বছরের বাকি প্রান্তিকেও কম্পিউটারের বৈশ্বিক বাজার আরও প্রবৃদ্ধি অর্জন করবে। কারণ হিসেবে বলা হয়েছে, উইন্ডোজ-১১ ব্যবহারের জন্য গ্রাহকদের একটি বড় অংশ তাদের ডিভাইস পরিবর্তন করছে। বর্তমানে আগের তুলনায় কম্পিউটারের ব্যবহার ও ক্রয় চাহিদা বাড়ছে। ফলে অরিজিনাল ইকুইপমেন্ট উৎপাদনকারীরা পণ্য বাজারজাতে বড় ধরনের সুবিধা পাবে।

প্রযুক্তি বিশারদ ও বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয়ার্ধে এআই সক্ষমতাযুক্ত কম্পিউটার বাজারে প্রবেশ করবে। এটি বাজারকে প্রভাবিত করার পাশাপাশি মহামারী পরবর্তী সময়ে গ্রাহকদের ক্রয় চাহিদাও বাড়াবে। আগের এক প্রতিবেদনে ক্যানালিস জানিয়েছে, চলতি বছর পাঁচ কোটির বেশি কম্পিউটারে এআই সক্ষমতা থাকবে।

২০২৪ সালের প্রথম দিকে ২৪ শতাংশ বিক্রি করে বাজারে নিয়ে শীর্ষে রয়েছে লেনোভো। এ সময় কোম্পানি ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং ১ কোটি ৩৭ লাখ ইউনিট নোটবুক ও ডেস্কটপ বিক্রি করেছে। দ্বিতীয় স্থানে থাকা এইচপি ১ কোটি ২০ ইউনিট বিক্রি করেছে।

ডেল তৃতীয় স্থানে থাকলেও কোম্পানির বিক্রি বছরওয়ারি হিসেবে ২ শতাংশ কমেছে। ২.৫ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে চতুর্থ স্থানে রয়েছে অ্যাপল। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন ম্যাকবুক এয়ার বাজারজাতের মাধ্যমে কোম্পানি বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে।

আরেকটি প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছর ভারতের কম্পিউটার বাজারও প্রবৃদ্ধিতে ফিরবে। চলতি বছর এ খাতে ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে এশিয়ার বৃহত্তম দেশটি। ডেস্কটপ, নোটবুক ও ট্যাবলেট এ তিন ক্যাটাগরিতে ট্যাবলেট ডিভাইসের বিক্রি ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমএসআরএস