স্বাস্থ্য
দেশে এখন
ডেংগু নিয়ন্ত্রণে জনগণকে এগিয়ে আসার আহ্বান মেয়রের
রাজধানীর খিলক্ষেত, নিকুঞ্জ ১ ও ২, কুড়িল, কুরাতলী, জোয়ার সাহারা, জগন্নাথপুর এলাকা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড। আর এই ওয়ার্ডের পাশ দিয়েই গেছে খিলক্ষেত-কুড়িল খাল।

পূর্বাচল ৩০০ ফিট সড়কও এখানে। আর এলাকার প্রধান সড়কগুলোর পাশেই গড়ে উঠেছে অফিস পাড়া। এ কারণে রাজধানীর অন্যান্য ওয়ার্ডের চেয়ে ১৭ নম্বর ওয়ার্ড কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর গতবছরের তুলনায় মশার উপদ্রব এ বছর কিছুটা কম এমনটাই বলছেন এলাকাবাসী।

বাসিন্দারা বলেন, 'মশা এতদিন এখানে কম থাকলেও এখন বৃষ্টি হচ্ছে এখন মশা বাড়বে।'

তাপপ্রবাহের পর বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। আর সেই জমা পানি থেকে হতে পারে এডিসের লার্ভা। এলাকাবাসীর দাবি, মশার ওষুধ ছিটানোর ক্ষেত্রে জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হতে হবে।

এদিকে সকালে রাজধানীর কুড়িল প্রগতি সরণিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন অভিযানে অংশ নেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। 

এসময় এডিস মশার প্রজনন স্থল হসাবে পরিচিত পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্যাদি সাধারণ মানুষের কাছ থেকে কিনে নেয় উত্তর সিটি করপোরেশন। 

এছাড়াও এলাকার বিভিন্ন বাসায় অভিযানও চালানো হয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, 'আমাদের বাসা-বাড়ি নিজেরা পরিষ্কার করতে পারি তাহলে আমাদের এডিস মশা হবে না।'

অফিস বাড়ি যেকোনো জায়গায় লার্ভা পেলে ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ইএ