দেশে এখন
বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফের আরও ১ সদস্য আটক
বান্দরবানে যৌথ অভিযানে খোয়াই বম (৭১) নামে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও এক সহযোগীকে আটক করা হয়েছে। গতকাল (রোববার, ৫ মে) বিকালে বান্দরবানের দুর্গম রুমা উপজেলার বাসাত্লাং পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আজ (সোমবার, ৬ মে) দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে রুমা সদর থেকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। পরে আদালতের বিচারক মো. নুরুল হক আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, রুমা থানার সোনালী ব্যাংকের মামলায় সাই খোয়াই বম নামে এক আসামীকে দুপুরে আদালতে তোলা হলে আদালত আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় ৫টি মামলা দায়ের করা হয়।

পরে ৩ এপ্রিল দুপুরে আবার বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় ৪টি মামলা করা হয়। এরপর আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে যৌথবাহিনী আর এই পর্যন্ত মোট ৯টি মামলায় ৮২ জনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে আদালত তাদের সবাইকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এমএসআরএস