দেশে এখন
চট্টগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো চট্টগ্রাম। নগরী ও বিভিন্ন উপজেলায় উপড়ে পড়েছে শত শত গাছপালা, বিদ্যুতের খুঁটি। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর বাড়ি, দোকানপাট, স্থাপনা। এসময় সড়ক, মহাসড়কে গাছ পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। এক ঘন্টার তুমুল বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে বেশিরভাগ নিচু এলাকা।

সোমবার (৬ মে) বিকাল তিনটা থেকে টানা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয় নগরীর বিভিন্ন এলাকায়। সড়কে পানি, ডুবে যায় যানবাহন। চকবাজার, আগ্রাবাদ, জিইসি, বাকলিয়াসহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যায়। বন্ধ হয়ে পড়ে যান চলাচল।

এসময় দুর্ভোগে পড়েন যাত্রীরা। হাটুসমান পানি পাড়ি দিয়ে গন্তব্যে যেতে হয়।

যাত্রীদের একজন বলেন, 'রাস্তায় পানি থাকায় অনেক কষ্ট করে রোগী নিয়ে হাসপাতালে যেতে হচ্ছে।'

আরেকজন বলেন, 'প্রচণ্ড ঝড়সহ অন্ধকার হয়ে বৃষ্টি নেমে  আসে।'

প্রচণ্ড বাতাসে শত শত গাছপালা উপড়ে পড়ে নগরী ও বিভিন্ন উপজেলায়। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, স্থাপনা। সড়কে গাছ পড়ে ব্যহত হয় ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল। 

এসময় বজ্রপাতের ভয়াবহ শব্দে স্কুল, কলেজের শিক্ষার্থীরা আতংকিত হয়ে পড়ে। ঝড়ের পর পরই উদ্ধার কাজশুরু করে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও এলাকাবাসী।

ইএ