ক্রিকেট
এখন মাঠে
মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা পিসিবির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান শিরোপা জিতলে প্রত্যেক ক্রিকেটার এক লাখ মার্কিন ডলার দেয়া হবে। এমনটাই ঘোষণা দিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। এছাড়া টি-টোয়েন্টতে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় মোহাম্মাদ রিজওয়ান ও আন্তর্জাতিক ক্রিকেটে ১শ' উইকেট নেয়ায় নাসিম শাহকে বিশেষ জার্সি তুলে দেন পিসিবি বস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি অনেকটা রাজকীয় আগামন ঘটায় পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই ফাইনাল খেলে দলটি। সেবার ভারতের কাছে হেরে ট্রফি হাতছাড়া মিসবাউল হকের দলের। তবে এরপরের আসরই শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জেতে দলটি। আর সেটাই হয় তাদের এই ফরম্যাটে সবশেষ অর্জন।

এরপর পার হয়ে গেছে এক যুগেরও বেশি সময়। এখন পর্যন্ত আর ছুয়ে দেখা হয়নি দলটির টি-টোয়েন্টি বিশ্ব। এরমাঝে অর্জন বলতে সবশেষ আসরে রানার আপ হয় পাকিস্তান। জুনের ১ তারিখ থেকে শুরু হওয়া বিশ্বকাপে সাফল্য পেতে এবার মোটা অঙ্কের আর্থিক পুরুস্কার দেয়ার ঘোষণা দিয়েছে পিসিবি চেয়ারম্যান। বিশ্বকাপের শিরোপা জিতলে প্রত্যেক ক্রিকেটারকে দেয়া হবে এক লাখ মার্কিন ডলার।

পুরস্কার ঘোষণার পাশাপাশি দুই ক্রিকেটার মোহাম্মাদ রিজওয়ান ও নাসিম শাহকে বিশেষ জার্সি তুলে দেন পিসিবি বস মহসিন নাকভি। মূলত সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রিজওয়ান আর বল হাতে ১শ' উইকেট নেন নাসিম শাহ।

এরআগে বিশ্বকাপকে সামনে রেখে সেনাবাহিনীর অধীনে বিশেষ ক্যাম্প করানো হয়। এরপর নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলে দলটি। কোচ সঙ্কটে থাকা পাকিস্তান দীর্ঘদিন ধরেই বিদেশি কোচের খোজে ছিল। শেন ওয়াটনসকে মোটা অঙ্কের অর্থ প্রস্তাব দিলেও সেটি ফিরিয়ে দেন অজি সাবেক অলরাউন্ডার। পরে সম্প্রতি নিয়োগ দেয়া হয় ভারতকে বিশ্বকাপ জেতানো দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেনকে।

এবারের বিশ্বকাপের এ গ্রুপে খেলবে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত,আয়ারল্যান্ড,যুক্তরাষ্ট্র ও কানাডা। ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাবরদের বিশ্বকাপ যাত্রা।

ইএ