পরিবেশ ও জলবায়ু
৪১.২ ডিগ্রিতে তাপমাত্রা, ১৬ জেলায় তীব্র তাপপ্রবাহ
দেশের ১৬ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনার মংলায় আজ (বৃহস্পতিবার, ২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। আশপাশের জেলায়ও কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে।

এরমধ্যে যশোর ও চুয়াডাঙ্গায় ৪১.২, খুলনায় ৪০.২, কুষ্টিয়ার কুমারখালীতে ৪০.৮ সাতক্ষীরায় ৩৯.৮, পটুয়াখালীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

আবহাওয়া অফিসের ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পুরো খুলনা বিভাগের সব জেলায় বইছে তাপপ্রবাহ। এছাড়া দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়েও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আর ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান জেলা এবং বরিশাল, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অন্যান্য জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। বায়ুতে জলীয় বাষ্পের বেশি থাকায় অস্বস্তিভাব বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সম্ভাবনা আছে শিলা বৃষ্টিরও।

আগামী দুই দিনও সিলেট বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এমএসআরএস