এ নিয়ে সপ্তমবারের মতো মস্কো ও কিয়েভের মাঝে মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করলে সংযুক্ত আরব আমিরাত। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, গেল ৩০ মাসের যুদ্ধে বিনিময় হয়েছে প্রায় ১৮শ' যুদ্ধবন্দি।
এদিকে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পাবার ৩৩ তম বার্ষিকী পালন করলো ইউক্রেন। শনিবার রাজধানী কিয়েভে রাশিয়ার সঙ্গে যুদ্ধে নিহত শহীদদের স্মরণ করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি।
এরপর সোফিয়া স্কয়ারে জাতির সামনে বক্তব্য দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সঙ্গে ছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ও লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী।