প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

দশ হাজারের বেশি পরীক্ষক খুঁজছে নিনতেনদো

গেমিং হ্যান্ডহেল্ড ডিভাইস সুইচে নতুন অনলাইন ফিচার যুক্ত করতে কাজ করছে নিনতেনদো। এ ফিচার পরীক্ষায় ১০ হাজারের বেশি পরীক্ষক খুঁজছে কোম্পানিটি। সম্প্রতি এনগ্যাজেট প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে ফিচারটির নাম কি বা এটি কেমন হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে যাদের নিনতেনদো সুইচ অনলাইন প্লাস ও এক্সপ্যানশন প্যাক মেম্বারশিপ রয়েছে তারাই পরীক্ষক প্রোগ্রামে যুক্ত হতে পারবে বলে জানা গেছে।

বছরে ৫০ ডলার ফি দেয়ার মাধ্যমে সুইচ অনলাইন এক্সপ্যানশন প্যাকের গেমস লাইব্রেরিতে নিনতেনদো ৬৪, সেগা জেনেসিস ও গেম বয় অ্যাডভান্স গেমস যুক্ত করেছে। এছাড়াও এটি ব্যবহারকারীদের মারিও কার্ট ৮ ডিলাক্স, অ্যানিমেল ক্রসিং: নিউ হরাইজনস অ্যান্ড স্প্যাটুন ২ এর মত কনটেন্ট ফ্রি তে ডাউনলোডের সুবিধা দিচ্ছে।

কোম্পানির তথ্যানুযায়ী, নতুন ফিচার পরীক্ষকদের কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে এবং জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি বা স্পেনের রেজিস্টার্ড অ্যাকাউন্ট থাকতে হবে।

সুইচের অনলাইন সাবস্ক্রাইবাররা নিনতেনদোর ঘোষণার নীচের দিকে থাকা টু অ্যাপ্লিকেশন পেজ লিংকে ক্লিক করে প্রোগ্রামে যুক্ত হওয়ার আবেদন করতে পারবে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য আবেদন গ্রহণ করবে নিনতেনদো। আগে আসলে আগে পাওয়া যাবে ভিত্তিতে পরীক্ষক বাছাই করবে কোম্পানিটি।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর