ক্রিকেট
এখন মাঠে
0

১২ বছর পর ঘরের মাঠে ভারতের সিরিজ হার

পুনেতে নিউজিল্যান্ডের কাছে ১১৩ রানে হেরে ১২ বছর পর ঘরের মাঠে সিরিজ খোয়ালো ভারত। ১৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মিচেল স্যান্টনার।

৫ উইকেটে ১৯৮ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামে কিউইরা। ব্লান্ডেল ৪১ রান করে আউট হন। তবে টেল এন্ডার ব্যাটাররা কেউ সমর্থন দিতে না পারায় দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

গ্লেন ফিলিপস অপরাজিত থাকেন ৪৮ রানে। প্রথম ইনিংসে ১০৩ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ৩৫৯ রান। তবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার জয়স্বাল ছাড়া আর কেউ সেভাবে ব্যাটে রান পাননি। ৭৭ রান করে আউট হন জয়স্বাল।

শেষদিকে জাদেজা ৪২ রান করলেও, দলের জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। একাই ৬ উইকেট শিকার করে ভারতীয়দের গুঁড়িয়ে দেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার। ২০১২ সালের পর প্রথম দল হিসেবে ভারতের মাটিতে সিরিজ জিতলো কিউইরা।

এএইচ