পরিবেশ ও জলবায়ু
অর্থনীতি
0

১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পূরণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু তহবিলে বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পূরণ করতে উন্নত দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে।’

আজ সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ন্যাশনাল এডাপটেশন প্লান (ন্যাপ) এক্সপো ২০২৪-এর সম্মেলনে প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী চার দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। আর অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, ‘গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়েছে বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে প্রায় ২৩০ বিলিয়ন ডলার প্রয়োজন। এছাড়া বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমিত রাখতে হবে।’

আর যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যয় করলে বিশ্ব মুক্ত পেতো বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।