সংস্কৃতি ও বিনোদন
0

একফ্রেমে শাবনূর-নিরব-পরীমনি ও বাপ্পি

একফ্রেমে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয় শিল্পী শাবনূর, নিরব, পরীমনি ও বাপ্পি চৌধুরীকে দেখা গেছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) এফডিসিতে তাদেরকে একসঙ্গে ছবি তুলতে দেখা যায়। ইতোমধ্যে এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তরাও অভিনয় শিল্পীদের ছবি দেখে শুভকামনা জানাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আজ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ-তরুণ অভিনেতা-অভিনেত্রীর পদচারণায় মুখর এফডিসি প্রাঙ্গণ। এদিন পুরো এফডিসি প্রাঙ্গণ মিলনমেলায় পরিণত হয়। এর মাঝেই শাবনূর, নিরব, পরীমনি ও বাপ্পি ফ্রেমবন্দি হন।

চিত্রনায়ক নিরব বলেন, ‘আমরা সবাই এফডিসিতে আসছি। শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে। ফলাফলের পর আবার আমরা একসঙ্গে প্ল্যানিং করে কাজ করবো, আড্ডা দিবো। সবমিলিয়ে আমাদের আলোচনা-সমালোচনা চলচ্চিত্র নিয়েই। আমরা চলচ্চিত্রের সঙ্গেই ছিলাম, চলচ্চিত্রের সঙ্গেই থাকবো।’

অভিনেতা নিরব হোসেনের কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ঢাকাই চলচ্চিত্রের এই নায়ক এখন নতুন ছবির কাজ করছেন।

শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণের শেষ মুহূর্তে এফডিসিতে আসেন শাবনূর। তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সহশিল্পীরা।

জানা গেছে, শাবনূরের নতুন ছবি ‘রঙ্গনা’র কাজ শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন আরাফাত হোসাইন। এছাড়া চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘মাতাল হাওয়া’ সিনেমার জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এদিন পরীমনি, বাপ্পি চৌধুরীও এফডিসিতে আসেন। নির্বাচন উপলক্ষে দীর্ঘদিনের সহশিল্পীদের একসঙ্গে পেয়ে তারা কুশলাদি বিনিয়মসহ আড্ডাও দিয়েছেন।