Print Article
Copy To Clipboard
0
'আগে ঋণ করতাম, এখন সঞ্চয়ও করি'
অর্থের অনানুষ্ঠানিক হাতবদলের প্রায় ৮০ শতাংশ জিডিপির বাইরে। যার বড় অংশই ভাসমান অর্থনীতি। ১০, ৫০ বা ১০০ জন মিলে জনসংখ্যার বড় একটি অংশের এই আর্থিক হাতবদলে সৃষ্টি হয় কর্মসংস্থান। ক্ষুদ্র ক্ষুদ্র এসব সঞ্চয় বিনিয়োগ হয় শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের মতো মানবশক্তির উন্নয়নে। বিশ্লেষকরা মনে করেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা জ্ঞান ও সচেতনতা ক্ষুদ্র থেকে জাতীয় অর্থনীতিকে পাল্টে দিয়ে গড়তে পারে অংশগ্রহণমূলক অর্থনীতি। পরিবর্তন আনতে পারে জাতীয় সূচকে।