বগুড়া পার হলেই ঈদযাত্রায় যানজটের শঙ্কা
0
বগুড়া পার হলেই ঈদযাত্রায় যানজটের শঙ্কা
সরু সড়ক জুড়ে ছোট-বড় খানাখন্দ। হেলেদুলে চলা যানবাহনে দুর্ভোগ-ভোগান্তি সঙ্গী করে ঢাকা থেকে রংপুর কি যে অস্বস্তির যাত্রা। তবে, সড়ক সংযোগ প্রকল্পের কল্যাণে ধীরে ধীরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গবাসীর চিরচেনা দুর্ভোগ। গেলো আট বছরে এ পর্যন্ত প্রকল্পের ৭৩ ভাগ কাজ শেষ হলেও বগুড়ার পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়িতে আছে যানজটের শঙ্কা।