সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান আর নেই
দেশে এখন
0
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান আর নেই
১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি ফজলুর রহমানের হাত ধরে সিটি গ্রুপের যাত্রা শুরু হয়। ঢাকার গেন্ডারিয়ায় তীর সরিষার তেল উৎপাদনের মাধ‍্যমে ফজলুর রহমান শিল্প উদ‍্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। এরই মাধ‍্যমে কার্যক্রম শুরু হয় সিটি গ্রুপের। সেই উদ‍্যোগ সফল হলে দিন দিন সিটি গ্রুপের অগ্রযাত্রা আরও বেশি বিস্তৃত হতে থাকে। উৎপাদন, শিল্প উদ‍্যোগ আর বাণিজ‍্যে বাড়তে থাকে বিনিয়োগ। বতর্মানে দেশের অন‍্যতম শীর্ষস্থানীয় গ্রুপ অব কোম্পানিজ সিটি গ্রুপ।