আজ (মঙ্গলবার, ১৬ জুলাই) রাতে এ বিষয়ে নির্দেশনা দিয়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির সচিব ড. ফেরদৌস জামানের সই করা এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইউজিসির চিঠিতে আরও বলা হয়েছে, দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশ দিয়েছে ইউজিসি।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া আরেক প্রেস বিজ্ঞপ্তিতে সকল বোর্ডের বৃহস্পতিবারের (১৮ জুলাই) অনুষ্ঠিতব্য সকল শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের ঘোষণাও দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
কোটা সংস্কারের দাবিতে আজ দিনভর রাজধানীসহ সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে সারাদেশে তিন শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে তিনজন ও ঢাকায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া রংপুরে আরও একজনের মৃত্যু হয়েছে সংঘর্ষে।