কুকি চিনের ভয়ে থানচি ছাড়ছে মানুষ
0
কুকি চিনের ভয়ে থানচি ছাড়ছে মানুষ
বান্দরবানে কুকি চিনের টানা হামলা ও গোলাগুলির মুখে প্রাণভয়ে এলাকা ছাড়ছেন থানচি উপজেলার মানুষ। উপজেলা সদরের বেশ কিছু পরিবার ইতোমধ্যে ঘরবাড়ি ছেড়েছেন, ছাড়ছেন অনেকেই। বন্ধ থানচি বাজারের অনেক দোকান, মার্কেট। এদিকে কুকি চিন নির্মূলে র‌্যাবের সর্বাত্মক অভিযানের ঘোষণায় আগামীতে বড় ধরনের সংঘাত হতে পারে বলে শঙ্কা অনেকের।