ইতিহাসের ভয়াবহ গণহত্যার রাত
বিভীষিকার ২৫শে মার্চ কালরাত। ৫৩ বছর আগের এই রাতে নিরীহ বাঙালীর ওপর নৃশংস গণহত্যা পরিচালনা করেছিলো তৎকালীন পাকিস্তান সামরিক বাহিনী। কালরাতের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি করে গবেষকরা বলছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজ শুরু করতে হবে।