দেশে এখন
0

ছাত্র আন্দোলনে নিহত-আহতদের তথ্য চেয়ে জেলা প্রশাসক ও গণমাধ্যমে চিঠি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও কবরস্থানসহ জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (সোমবার, ৯ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, তদন্তের অংশ হিসেবে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাছে তথ্য ও ভিডিও ফুটেজ চেয়েও চিঠি দেয়া হয়েছে।

তাজুল ইসলাম বলেন, 'বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব, শেষ করা হবে। কোনো তড়িঘড়ি করা হবে না।'

ন্যায়বিচার নিশ্চিত করতে কোনো আসামি যদি বিদেশি আইনজীবী নিয়োগ করে, সেক্ষেত্রে ট্রাইব্যুনালের কোনো আপত্তি থাকবে না বলেও জানান চিফ প্রসিকিউটর। তবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আইন মন্ত্রণালয়।

এ বিষয়ে আইন উপদেষ্টার সঙ্গে রোববার আলোচনা করেছে প্রসিকিউশন টিম। তাজুল ইসলাম বলেন, 'গণহত্যা হয়েছে সারাদেশে, সে জন্য তদন্ত শেষ করতে দিনরাত কাজ করবে ট্রাইব্যুনালের প্রসিকিউটররা।'

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর