দেশে এখন
0

নিথর দেহে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি ফিরলেন প্রবাসী মোবারক

পরিবার নিয়ে মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করতে আসার কথা ছিল মোবারক হোসেনের। কিন্তু আজ শুক্রবার (১ মার্চ) নিথর দেহে স্ত্রী-সন্তানদের নিয়ে শেষবারের মতো গ্রামের বাড়িতে ফিরলেন ইতালি প্রবাসী মোবারক।

গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বেইলি রোডের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের মৃত সৈয়দ কাশেম মিয়ার ছেলে সৈয়দ মোবারক হোসেন (৪৮), স্ত্রী স্বপ্না বেগম (৩৫), দুই মেয়ে সৈয়দা কাশফিয়া (১৭) ও সৈয়দা নূর (১২) এবং ছেলে সৈয়দ আব্দুল্লাহ (৭) মারা যান। একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে স্বজনদের আহাজারিতে শাহবাজপুর গ্রামের পরিবেশ ভারি হয়ে উঠেছে। সবকিছুই যেন থমকে গেছে!

আজ দুপুরে সোয়া ৩টায় লাশবাহী গাড়িতে করে শাহবাজপুর গ্রামে তাদের মরদেহ আনা হয়। আসর নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বাবা সৈয়দ কাশেম মিয়ার কবরের পাশেই মোবারক হোসেনসহ স্ত্রী-সন্তানদের দাফন করা হবে।

এদিকে সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা হেলেনা বেগম। কিছুক্ষণ পরপরই জ্ঞান হারাচ্ছেন তিনি। একসঙ্গে এভাবে পরিবারের সবার মৃত্যু হবে তা মেনে নিতে পারছেন না কেউ।

নিহত মোবারকের চাচা আব্দুল কাইয়ূম জানান, ১০ থেকে ১২ বছর আগে ইতালি পাড়ি জমান মোবারক হোসেন। সম্প্রতি ইতালিতে স্থায়ী বসবাসের অনুমোদন পান তিনি। তাই স্ত্রী ও তিন ছেলে-মেয়েকে ইতালি নিয়ে যেতে গত ১ মাস আগে দেশে আসেন মোবারক। পরিবারের সবারই ইতালির ভিসা হয়েছে। আগামী ১০ মার্চ তাদের ইতালির ফ্লাইট ছিল।

তিনি আরও জানান, মোবারকের পরিবার কয়েকবছর ধরে ঢাকায় বসবাস করছিলেন। প্রবাসে যাওয়ার আগে সন্তানদের ইচ্ছা পূরণে গতকাল সবাই রাতের খাবার খাওয়ার জন্য বেইলি রোডের একটি রেস্টুরেন্টে যান। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডে মোবারক ও স্ত্রী এবং তিন সন্তানের মৃত্যু হয়।