দেশে এখন
0

আত্মকর্মসংস্থান তৈরিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কাজ বা চাকরি না পাওয়াদের হার দিন দিন বেড়েই চলেছে। দেশ থেকে বেকারত্বের হার কমিয়ে আনতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার গুরুত্বের পাশাপাশি আত্মকর্মসংস্থানেও মনোযোগী হতে হবে সবাইকে।

দীর্ঘমেয়াদী পড়াশোনা ও ডিগ্রি পাওয়ার পর চাকরির সন্ধানে অনেকেরই সরকারি চাকরির বয়স পেরিয়ে যায়। আবার বেসরকারি চাকরি পেতেও বেগ পোহাতে হয়। অথচ নিজের চেষ্টায় ও উদ্যোগে কর্মসংস্থান তৈরি করা যায়। কিন্তু এই বিষয়ে মানসিকভাবে এখনও পিছিয়ে দেশ। কারণ বর্তমানে বেশিরভাগেরই মনোভাব উচ্চ ডিগ্রি নিয়ে কেনো উদ্যোক্তা বা আত্মকর্মসংস্থানে মনোনিবেশ করবে শিক্ষিত তরুণ-তরুণীরা?

এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে ঢাকা-৯ আসনের নির্বাচনী এলাকা খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানায় বসবাসরত বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যের এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, এক হাজার তরুণকে আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণ দেয়া হবে।

মন্ত্রী আরও বলেন, ‘যুব সমাজের প্রতিনিধিদের আমরা এই প্রশিক্ষণ দিতে চাই। এই প্রশিক্ষণে যারা দক্ষতার পরিচয় দেবে, তাদের জন্য ল্যাপটপের ব্যবস্থা করা হবে।’

স্মার্ট বাংলাদেশের স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকনোমি ও স্মার্ট সোসাইটি বাস্তবায়নের আগে স্মার্ট নাগরিক তথা যুব সমাজকে দক্ষ করে এগিয়ে যেতে হবে বলে জানান পরিবেশমন্ত্রী।

এছাড়া স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মকে দক্ষ করে তোলার বিকল্প নেই বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন।

এই সম্পর্কিত অন্যান্য খবর