দেশে এখন
0

গ্যাসের সংকট আরও একমাস থাকবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গত এক মাস ধরেই বাসাবাড়ি ও শিল্প খাতে চলছে গ্যাস সংকট। এই সংকট কাটতে আরও একমাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তবে গ্যাসের দীর্ঘমেয়াদী যে সমস্যা চলছে তার সমাধান করতে হলে বাড়াতে হবে গ্যাস সরবরাহ। যার জন্য আরও দুই বছর অপেক্ষা করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী জানান, এলএনজি পাইপলাইনে সরবরাহকরারী দুটি এফএসআরইউ ২০১৮ সাল থেকে চলছে। নিয়ম অনুযায়ী একটি মেরামতের জন্য পাঠানো হয়েছে গত মাসের শেষের দিকে। ইতোমধ্যে মেরামত কার্যক্রম শেষে কাজ শুরু করবে। তবে মেরামত শেষ করে আসা টার্মিনালটি গ্যাস সরবরাহ শুরু করলে অপরটিও মেরামতে পাঠানো হবে। যার ফলে দুইটি টার্মিনাল একসঙ্গে কাজ শুরু করতে মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।