এসময় বাংলাদেশ সরকারকে আরও দুটি নতুন ইউনিট স্থাপনের প্রস্তাব দেন এলেক্সি লিখাচেভ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
এলেক্সি লিখাচেভ শেখ হাসিনাকে জানান, রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। প্রথম দুই ইউনিটের কাজ শেষ হওয়ার পরপরই তৃতীয় ও চতুর্থ ইউনিটের কাজ শুরু করা যাবে।
এলেক্সি আরও বলেন, নতুন প্রকল্পের তুলনায় পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারন, প্রযুক্তি ও নিরাপত্তার দিক দিয়ে সারাবিশ্বে লাভজনক ও সাশ্রয়ী হিসেবে মনে করা হয়। রূপপুর প্রকল্পে প্রায় ২৫০০ বাংলাদেশি ও রাশিয়ান কর্মী কাজ করছে যারা দক্ষতা অর্জন করেছে।
গতকাল (সোমবার, ১ এপ্রিল) ঢাকায় আসেন রসাটম মহাপরিচালক। ওইদিনই তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার রূপপুরে প্রতিটি ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি পারমানবিক বিদ্যুৎ ইউনিট নির্মিত হচ্ছে।