গ্যাজেট
তথ্য-প্রযুক্তি
0

৩২ ইঞ্চির নতুন গেমিং মনিটর উন্মোচন এমএসআইয়ের

কিউডি-ওএলইডি প্যানেলের প্রথম কার্ভড গেমিং মনিটর উন্মোচন করেছে মাইক্রো স্টার ইন্টারন্যাশনাল (এমএসআই)। এমপিজি ৩২১সিইউআরএক্স নামে এটি বাজারে এসেছে। গিজমোচায়নায় প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য মনিটরটি গেমারদের সুবিধা দেবে।

এমপিজি ৩২১সিইউআরএক্স মনিটরটিতে কিউডি-ওএলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে এটি সব ধরনে রং ভালোভাবে দেখার অভিজ্ঞতা দেবে। এতে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট ও দশমিক শূন্য তিন মিলি সেকেন্ড রেসপন্স টাইম রয়েছে।

ওএলইডি প্যানেলকে বার্ন ইন থেকে সুরক্ষিত রাখার জন্য মনিটরটিতে পিক্সেল শিফট, প্যানেল প্রোটেক্ট, স্ট্যাটিক স্ক্রিন ডিটেকশনের মতো ফিচার ব্যবহার করেছে এমএসআই।

এছাড়াও এতে এমএসআই ওএলইডি কেয়ার ২.০ রয়েছে। এটি মাল্টি লোগো ডিটেকশন, টাস্কবার ডিটেকশন ও বাউন্ডারি ডিটেকশন সুবিধা দিয়ে থাকে।

মনিটরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে কাস্টম হিটসিংক ব্যবহার করা হয়েছে। কোনো ফ্যান না থাকায় এটি ব্যবহারকারীদের কোনো শব্দ ছাড়াই তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে উন্নত গেমিং অভিজ্ঞতা দেবে।

মনিটরটিতে একাধিক কানেক্টিভিটি অপশনর রয়েছে। এর মধ্যে ৯৮ ওয়াট পাওয়ার ডেলিভারিসহ ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি এইচডিএমআই ২.১ এবং কেভিএম কানেকশন সুবিধা রয়েছে।

মনিটরটিতে এমএসআই হেমিং ইন্টেলিজেন্স স্যুট রয়েছে। যা গেমের ধরন অনুযায়ী সেটিংস পরিবর্তনের সুবিধা দিয়ে থাকে। ৩২ থেকে ৪৯ ইঞ্চি সাইজে এমএসআইয়ের নতুন মনিটরটি পাওয়া যাবে।

ইউরোজোনে ৩২১সিইউআরএক্স মনিটরটি দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৯৯ ইউরো। বিশ্বের অন্যান্য অঞ্চলে কবে নাগাদ এটি পাওয়া যাবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!