দেশে এখন
0

এমপি আনারের মরদেহ এখনও উদ্ধার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা এখনো সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ (বৃহস্পতিবার, ২৩ মে) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, 'সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা রহস্য উদঘাটনে খুব তৎপর বাংলাদেশ ও ভারত। দু'দেশের গোয়েন্দারা একমত হলে বিস্তারিত জানানো হবে। তবে এখনও তার ডেডবডি উদ্ধার করা সম্ভব হয়নি।'

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'তদন্তের স্বার্থে নতুন আপডেট তথ্য দেয়া সম্ভব হচ্ছে না। পুরোপুরি সুনিশ্চিত না হয়ে কিছু বলা যাচ্ছে না। একটা ধারণা পেয়েছে বাংলাদেশ। সে ধারণা অনুযায়ী কাজ করছে গোয়েন্দারা।'

যারা হত্যা করেছে তাদের প্রায় চিহ্নিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। কিন্তু মৃতদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত অফিসিয়ালি কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

স্বল্প সময়ে বিস্তারিত জানানোর আশা ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসএস

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!