কৃষি , মৎস্য ও প্রাণীসম্পদ
দেশে এখন

এক মাছের দাম ৫ লাখ টাকা!

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জেলে শুকুর আলীর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক এক মাছ। নাম জাবা ভোল মাছ।

বাজারে নিয়ে যেতেই হইচই পড়ে যায়। একরম পাল্লা দিয়ে মাছের দাম হাঁকান ব্যবসায়ীরা। রোববার রাত ৮টা পর্যন্ত মাছটির দাম উঠে ৩ লাখ ৭৫ হাজার টাকা। তারপরও মাছটি বিক্রি করতে নারাজ জেলে শুকুর আলী। ২৫ কেজি ৩শ' ৬০ গ্রাম ওজনের এই মাছটি পাঁচ লাখ টাকায় বিক্রি করতে চান তিনি।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফিরিঙ্গি এলাকায় মালঞ্চ নদীতে মাছটি ধরা পড়ে। শুকুর আলী জানান, 'বন বিভাগ থেকে পাশ নিয়ে শনিবার রাতে সুন্দরবনের ফিরিঙ্গি এলাকার একটি খালে জোয়ারের সময় খাল পাটা দিয়েছিলাম। পরে রোববার সকালে ভাটার সময় সেই খাল থেকে মাছটি ধরা পড়েছে। সন্ধ্যায় মাছ নিয়ে ঘাটে পৌঁছালে বিভিন্ন মাছ ব্যবসায়ীরা মাছটি কিনতে এসেছিলেন। সেখানে নিলামে দাম উঠেছে ৩ লাখ ৭৫হাজার টাকা।'

শুকুর আলী'র দাবি, এটির দাম আরও অনেক বেশি। এখানকার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে মাছটির সঠিক মূল্য বলছেন না। এটি খুলনায় নিয়ে গেলে আরও বেশি দামে বিক্রি করা যাবে বলে জানান তিনি।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর  

No Article Found!