ক্রিকেট
এখন মাঠে
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটাররা
রোববার শুরু হচ্ছে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে দু'দলের ক্রিকেটাররা।

সপ্তাহ ধরে তীব্র তাপদাহে অস্থির জনজীবন। প্রাণহানিকর তাপমাত্রায়ও অবশ্য ক্রিকেটারদের বিশ্রাম নেই। একদিন পরেই যে শক্তিশালী ভারত নারী দলকে রুখতে ২২ গজের লড়াইয়ে নামবে টাইগ্রেসরা। তারই প্রস্তুতি নিতে গ্রীষ্মের কড়া রোদে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেশের নারী ক্রিকেটারদের ব্যস্ততা।

ঢাকার তুলনায় সিলেটের তাপমাত্রা কিছুটা কম হলেও একেবারে সহনীয় নয়। এরপরও পাঁচ ম্যাচর টি-টোয়েন্টি সিরিজে এর প্রভাব পড়বে না বলে আশা করছেন টাইগ্রেসরা।

নারী ক্রিকেট দলের স্পিনার নাহিদা আক্তার বলেন, 'যে দল ভালো খেলবে তারাই ম্যাচ জিতবে। তাই আমাদের চেষ্টা থাকবে ভালো খেলা। আমরা এখন আগের থেকে অনেক গোছানো। পরিকল্পনা অনুযায়ী খেলাতে পারলে জয় সহজ হবে।'

গেল বছরের মাঝামাঝিতে ওয়ানডে এবং ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ খেলতে দেশে এসেছিল ভারত। সেই সফরে নিজেদের কান্ডে বেশ বিতর্কিত হয় ভারতীয় নারীরা। বিশেষ করে আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ হয়ে মাঠেই স্ট্যাম্পে আঘাত করেন অধিনায়ক হারমানপ্রিত কৌর। সিরিজ শেষেও ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানান তিনি। সেই ঘটনার রেশ কি থাকবে এই সিরিজেও?

নাহিদা আক্তার আরও বলেন, 'অতীত নিয়ে ভাবতে চাই না। মাঠে ভালো খেলাটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। স্লেজিং করাটা বিবেচ্য বিষয় না। খেলাতেই মূল ফোকাস দিচ্ছি আমরা।'

সিলেটের মাঠে এখন পর্যন্ত বাংলাদেশের নারীদের চেয়ে এগিয়ে ভারত। টি-টোয়েন্টিতে দুইবারের দেখায় জয় ভারতের। এবার কী সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়ে উল্লাসে মাততে পারবেন জ্যোতি, নাহিদারা! সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

এভিএস