রাঙ্গামাটি থেকে মাছ আসছে না তাই যোগানে দেখা দিয়েছে ঘাটতি। কিছু মাছের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ মাছের দাম। সামর্থ্যের মধ্যে দাম না মিলায় মাছ না কিনেই বাড়ি ফিরছেন অনেক ক্রেতা। সবজির বাজারের মরিচ, রসুন ও আদার দাম নতুন করে বেড়েছে।