অর্থনীতি নয়, ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিয়ে শূন্য করা হয়েছে ব্যাংকখাত। অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে নাগরিক সভায় ব্যাংক ও শিল্পখাত মালিকরা বলছেন, এই সরকার কতদিন থাকবে তার ওপর শিল্প ও বাণিজ্যের স্থিতিশীলতা নির্ভর করছে। সাথে আইনশৃঙ্খলা ফেরানো, সরকারি চাকরির বেতন কমিয়ে বৈষম্য কমানো, হেফাজতে থাকা ব্যক্তিদের নাম প্রকাশ, আর্থিক দুর্নীতির বিচার ছাড়াও ভাবমূর্তি পুনরুদ্ধারের মাধ্যমে বিনিয়োগ ফেরানোর পরামর্শ এসেছে সিপিডির নাগরিক সভায়।