নির্বাহী সদস্যের মুখে সালাহউদ্দিন বন্দনা
সাফজয়ী নারীরা বিদেশি লিগে ডাক পেলে খেলার অনুমতি দেবে বাফুফে। এমনটাই জানালেন, বাফুফে নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ। টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ীদের বাফুফে আর্থিক পুরস্কার দেবে কিনা? এমন প্রশ্নে নতুন সভাপতির দিকে বল ঠেলে দিলেন কিরণ।