মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম শূন্য, বাড়ছে ডেঙ্গু রোগী
রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। স্বল্প সময়ে বেশি রোগী আসায় কিছু হাসপাতালে মেঝেতেও চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। রোগীরা বলছেন, 'এ মুহূর্তে মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম প্রায় শূন্য, এতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।' কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।