গেমারদের জন্য কয়েকটি সেরা কিবোর্ড
গেমিং পিসি বা ল্যাপটপ যতই ভাল হোক না কেন, গেমিংয়ে ভাল এক্সেসরিজ ছাড়া ভাল পারফর্ম করা সম্ভব না। সবচেয়ে বড় কথা গেমিংয়ে ভালো কিবোর্ড থাকা খুবই জরুরি। ভালো কিবোর্ডের দাম আবার অনেক বেশি। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে একটু বাড়তি খরচ করাই ভালো।