মধ্যপ্রাচ্যের বাজার ধরতে পনি এআইয়ের সঙ্গে চুক্তি করবে উবার
মধ্যপ্রাচ্যে রোবোট্যাক্সি সার্ভিস শুরুর জন্য চীনের পনি এআইয়ের সাথে চুক্তি করছে উবার। গত মঙ্গলবার এমনটাই জানিয়েছে উবার। এটি মূলত নতুন রোবোট্যাক্সি খাতে উবারের উপস্থিতি জোরদার করার লক্ষ্যে ধারাবাহিক চুক্তির সর্বশেষ রূপ।