একই দিনে গণভোট-নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু ইসির; পেছাতে পারে তফসিল
একইদিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। যদিও এ চ্যালেঞ্জ মাথায় নিয়েই গণভোটের পরিকল্পনা ও প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছে ইসি। তবে বিশ্লেষকরা মনে করেন, গণভোটের প্রস্তুতি নিতে গিয়ে পেছাতে পারে সংসদ নির্বাচনের তফসিল।