দেশে এখন অস্থিরতা বিরাজ করছে। তাই দেশ গঠনে ইস্পাত কঠিন ঐক্যের বিকল্প নেই বলেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ১ ডিসেম্বর) সকালে খুলনার ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে দলের কর্মী সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা মর্যাদাশীল বাংলাদেশ চাই। যে দেশ অন্য দেশকে বন্ধু হিসেবে দেখবে, প্রভু হিসেবে নয়।’
এছাড়া কর্মী সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।