রাজনীতি
0

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি। দলটির মাঝে গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?’

আজ (শনিবার, ২৭ এপ্রিল) সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘মহাজনদের নিপীড়ন থেকে কৃষকদের রক্ষা করেছেন শেরে বাংলা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু, ভাসানী ও ফজলুল হক, সেটা গড়তে আমরা অঙ্গীকারাবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কোন গণতান্ত্রিক দল নয়। তাদের ইতিহাস গণতন্ত্র হত্যার। দলীয় কাউন্সিল হয় না তাদের। নিজেদের ঘরে যাদের গণতন্ত্র নেই তারা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের আজ ৬২তম মৃত্যুবার্ষিকী। ১৯৬২ সালের এদিন তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এই রাজনীতিক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।